খাবারের লোভ দেখিয়ে ২ বছর ধরে ২ নাবালিকাকে ধর্ষণ

আন্তর্জাতিক August 10, 2018 1,423
খাবারের লোভ দেখিয়ে ২ বছর ধরে ২ নাবালিকাকে ধর্ষণ

খাবারের লোভ দেখিয়ে ২ বছর ধরে ২ নাবালিকাকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল এক ট্রাক চালকের বিরুদ্ধে। এমনকি এই বিষয়ে কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় নাবালিকাদের। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগণা জেলার বনগাঁ থানার দেবগড় মাঠ পাড়া এলাকায়।


গোট বুধবার রাতে এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকার স্থানীয়রা সেই অভিযুক্তকে আটকে রেখে পুলিশের কাছে সোপর্দ ৷ অভিযুক্ত সুব্রত মন্ডল (৪৫) পেশায় লরি চালক। নির্যাতিতাদের পাড়াতেই তিনি থাকতেন৷


জানা গেছে, নির্যাতিতাদের মধ্যে একজনের বয়স ৯ ও অপর জনের ১২ বছর ৷ নাবালিকাদের খাবারের লোভ দেখিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করেছে সেই অভিযুক্ত।


পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় হঠাৎ সেই দুই নাবালিকাকে দেখতে না পেয়ে খোঁজ শুরু হয় ৷ এরপর পাড়ার একটি বাড়ির বাড়ির ছাদ থেকে বিবস্ত্র অবস্থায় তাদের উদ্ধার করা হয়।


ঘটনা প্রকাশ হতেই অভিযুক্ত সুব্রত মন্ডল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রতিবেশীরা ধরে ফেলে তাকে বনগাঁ থানার পুলিশের হাতে তুলে দেয়। ১২ বছরের নাবালিকার মা নেই, মাঠপাড়ায় তার মামাবাড়ি থাকত সে ৷


- বিডি প্রতিদিন