ওই ভক্তের নাম তানভীর চৌধুরী। আমেরিকায় নিজের বন্ধুদের কাছে তিনি অ্যামেচার ক্রিকেটার হিসেবে পরিচিত। তানভীর সে দিনের ঘটনা জানিয়ে দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম যুগান্তের সাথে কাথা বলেছেন।
ওয়েস্ট ইন্ডিজ- বাংলাদেশ সিরিজের শেষ ম্যাচের পর সাকিব আল হাসানকে জড়িয়ে একটি ভিডিও নিয়ে তোলপাড় চলছে সামাজিক মাধ্যমে। সাকিব এরই মধ্যে তার ব্যাখ্যা দিয়েছেন। অন্য একাধিক সূত্রও ঘটনা বর্ণনা করেছে এবং এরপর সাকিবের পক্ষেই গেছে জনমানুষের সমর্থন। কিন্তু ঘটনার শেষে আড়ালে পড়ে গেছেন সেই ভক্ত, ভিডিওতে যাকে সাকিবের সাথে দেখা গেছে। এবার সেই ভক্ত সংবাদ মাধ্যমকে তার নিজের বর্ণনা দিয়েছেন।
সেখানে তানভীর জানান, ফ্লোরিডায় সিরিজ জয়ের ম্যাচের পর খেলোয়াড়দের হোটেলে ফিরতে ফিরতে রাত দেড়টার বেশি বেজে যায়। এ সময় টিম হোটেলে অপেক্ষা করছিলেন অনেক দর্শক।
তানভীর জানান, অপেক্ষারত দর্শকদের মধ্যে তিনিও ছিলেন। সঙ্গে ছিলেন তার স্ত্রী। ফ্লোরিডা থেকে তাদের গন্তব্য ছিলো তিন ঘণ্টার ফ্লাইট। তাদের ফ্লাইটের সময় ছিলো খুব ভোরে। ফলে রাতে না ঘুমিয়ে দর্শকদের সাথে আড্ডা দিয়ে সময় কাটানোর সিদ্ধান্ত নেন তারা। এর মধ্যেই ক্রিকেটারদের অভিনন্দন জানানোর জন্য অপেক্ষা চলতে থাকে।
ক্রিকেটাররা হোটেলে ফেরার পর উপস্থিত দর্শকরা তাদেরকে অভিনন্দন জানিয়ে গ্রহণ করেন বলে মন্তব্য করেন তানভীর। তিনি বলেন, ‘ক্রিকেটাররা হোটেলে ফেরার পর সবাই তাদেরকে অভিনন্দন জানাই। এর মধ্যে কয়েকজন ছোট বাচ্চাও ছিলো। যারা ভিড়ের কারণে ক্রিকেটারদের কাছ থেকে দেখতে পারছিলো না। তাদের মধ্যে একজনের বয়স ১০ বছর। দুটি বাচ্চা সাকিব ও রুবেলের খুব ভক্ত। তারা এ দুজনের অটোগ্রাফ নেয়ার চেষ্টা করে।’
তানভীর জানান, রুবেল, মাহমুদুল্লাহ ও সাব্বির এ সময় অটোগ্রাফ দিচ্ছিলেন। কিন্তু সাকিব না দিয়ে চলে যান। এ পর্যায়ে দুই শিশুর একজন অভিভাবক বলে উঠেন যে, ছেলেটার মনে খুব ভাব। তানভীর দাবি করেন, এ সময় তিনি ওই অভিভাবকের কথায় সায় দেন এবং বলেন, ‘হ্যা, মনে হচ্ছে খুব ভাব।’
তানভীর বলেন, ‘আমার কথাটা একটু বেশি উঁচু স্বরে ছিলো, যা সাকিব শুনে ফেলেন এবং আমার দিকে তেড়ে এসে ‘তুই কে’ বলে হাত দিয়ে বাজে অঙ্গভঙ্গি করেন এবং অপ্রকাশযোগ্য কথায় গালাগাল করতে থাকেন। আমার স্ত্রী তার খুব ভক্ত। সে এমন দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়ে এবং সে এটা কিছুতেই ভুলতে পারছে না।’
সাকিব ঠিক কী বলেছিলেন, এমন প্রশ্নের উত্তরে তানভীর বলেন, ‘সাকিব বলেন এই তুই কী বললি। তোর মতো … ছেলেদের অনেক খাইছি। …র পোলা। পুরো কথা প্রকাশযোগ্য নয়। আমরা তিন ঘণ্টার ফ্লাইটে খেলা দেখতে এসে অধিনায়কের এমন বাজে আচরণের শিকার হবো, তা কল্পনাও করিনি।’
এ বিষয়ে সাকিবও তার ব্যাখ্যা দিয়েছেন। যেখানে তিনি বলেন, “আমার প্রিয় ভক্ত এবং অনুসারীদের উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। সম্প্রতি আমাকে নিয়ে একটি ভিডিও আপলোড করা হয়েছে যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের লবিতে আমাকে এবং আমার একজন তথাকথিত ‘ফ্যান’ এর সাথে তর্ক বিতর্ক করতে দেখা যায়। যে ভিডিও ক্লিপটি সম্পূর্ণ ভুলভাবে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে যা প্রকৃত ঘটনা প্রকাশ করে না।”
সাকিব আরো বলেন, ‘সাকিব আরো বলেন, ‘সেদিন পরপর ম্যাচ থাকায় আমি এবং আমার সহকর্মীরা সবাই বেশ ক্লান্ত ছিলাম এবং খেলার আনুষ্ঠানিকতা শেষে আমরা আমাদের রুমে ফিরে যাচ্ছিলাম। উল্লেখ্য যে, আমরা আমাদের নিজস্ব সরঞ্জাম এবং ব্যাগ নিজেরাই বহন করছিলাম তাই আমাতের হাত পূর্ণ ছিলো যা কোনভাবেই অটোগ্রাফ দেয়ার মতো অবস্থায় ছিলো না।’