ক্রীড়া সংগঠক আফজালুর রহমান সিনহা আর নেই

খেলাধুলার বিবিধ August 8, 2018 750
ক্রীড়া সংগঠক আফজালুর রহমান সিনহা আর নেই

চলে গেলেন বর্ষীয়ান ক্রীড়া সংগঠক আফজালুর রহমান সিনহা। বুধবার রাতে ভারতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন বিসিবির এ পরিচালক। দীর্ঘদিন ধরে কিডনি রোখে ভুগছিলেন তিনি। সিঙ্গাপুর, থাইল্যান্ডের পর সর্বশেষ ভারতে চিকিৎসা নেন। কিন্তু কোনো চিকিৎসাতেই রক্ষা হয়নি।


বহু বছর ধরে তিনি ক্রীড়াঙ্গণের সঙ্গে যুক্ত ছিলেন। নি:স্বার্থভাবে সেবা করে গেছেন দেশীয় ক্রীড়াঙ্গণের। আবাহনী ও বিসিবির পরিচালক হিসেবে সুনামের সঙ্গে কাজ করে যান আমৃত্যু।


তিনি দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান একমি লিমিটেডের চেয়ারম্যান পদে আসীন ছিলেন মৃত্যুর আগে পর্যন্ত।


(ঢাকাটাইমস/৮আগস্ট/ডিএইচ)