বাংলাদেশী তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ। বর্তমানে বাংলাদেশ এ’ দলের সাথে আছেন আয়ারল্যান্ডে। এ ক্রিকেটার সম্পর্কে জানা অজানা ১০ তথ্য নিয়েই আজকের আয়োজন।
১. তাসকিন আহমেদ ৩ এপ্রিল ১৯৯৫ সালে ঢাকায় জন্মগ্রহন করেন।
২. তাসকিনের পুরো নাম তাসকিন আহমেদ তাজিম।
৩. তাসকিন আহমেদের পিতার নাম আবদুর রশীদ এবং মায়ের নাম সাবিনা ইয়াসমিন।
৪. তাসকিন ২০১৭ সালে প্রেমিকা সৈয়দা রাবেয়া নাইমাকে বিয়ে করেন।
৫. ১ এপ্রিল ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাসকিনের।
৬. তাসকিন একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অভিষেক ম্যাচে ৫ উইকেট নিয়েছেন।
৭. তাসকিন এখন পর্যন্ত মোট ৫টি টেস্ট খেলে ৯৩০ বল করে ৬৮২ রান দিয়ে নিয়েছেন ৭ উইকেট এবং ব্যাটিং এ মোট ৬৮ রান করেছেন।
৮. ওয়ানডেতে তাসকিন ৩২ ম্যাচ খেলে ১৪১৩ বলে করে নিয়েছেন ৪৫ উইকেট যেখানে রান দিয়েচেন ১৪০১ এবং ব্যাটিং এ ৪১ রান করেছেন এবং সর্বোচ্চ ১৪ রান করেছেন।
৯. টি-টোয়েন্টিতে ১৯ ম্যাচ খেলে রান করেছেন ২৯ এবং ৩৩৫ বল করে ৪৩৯ রান দিয়ে নিয়েছেন ১২ উইকেট।
১০. তাসকিন আহমেদ আইসিসির বোলিং র্যাংকিং এ ওয়ানডেতে ৯১ এবং টি-টোয়েন্টিতে ৮৭ নম্বরে অবস্থান করছেন।
সূত্রঃ অনলাইন