তাসকিন আহমেদ সম্পর্কে এ তথ্যগুলো জানেন তো?

খেলাধুলার বিবিধ August 8, 2018 2,641
তাসকিন আহমেদ সম্পর্কে এ তথ্যগুলো জানেন তো?

বাংলাদেশী তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ। বর্তমানে বাংলাদেশ এ’ দলের সাথে আছেন আয়ারল্যান্ডে। এ ক্রিকেটার সম্পর্কে জানা অজানা ১০ তথ্য নিয়েই আজকের আয়োজন।


১. তাসকিন আহমেদ ৩ এপ্রিল ১৯৯৫ সালে ঢাকায় জন্মগ্রহন করেন।


২. তাসকিনের পুরো নাম ‎তাসকিন আহমেদ তাজিম।


৩. তাসকিন আহমেদের পিতার নাম আবদুর রশীদ এবং মায়ের নাম সাবিনা ইয়াসমিন।


৪. তাসকিন ২০১৭ সালে প্রেমিকা সৈয়দা রাবেয়া নাইমাকে বিয়ে করেন।


৫. ১ এপ্রিল ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাসকিনের।


৬. তাসকিন একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অভিষেক ম্যাচে ৫ উইকেট নিয়েছেন।


৭. তাসকিন এখন পর্যন্ত মোট ৫টি টেস্ট খেলে ৯৩০ বল করে ৬৮২ রান দিয়ে নিয়েছেন ৭ উইকেট এবং ব্যাটিং এ মোট ৬৮ রান করেছেন।


৮. ওয়ানডেতে তাসকিন ৩২ ম্যাচ খেলে ১৪১৩ বলে করে নিয়েছেন ৪৫ উইকেট যেখানে রান দিয়েচেন ১৪০১ এবং ব্যাটিং এ ৪১ রান করেছেন এবং সর্বোচ্চ ১৪ রান করেছেন।


৯. টি-টোয়েন্টিতে ১৯ ম্যাচ খেলে রান করেছেন ২৯ এবং ৩৩৫ বল করে ৪৩৯ রান দিয়ে নিয়েছেন ১২ উইকেট।


১০. তাসকিন আহমেদ আইসিসির বোলিং র‌্যাংকিং এ ওয়ানডেতে ৯১ এবং টি-টোয়েন্টিতে ৮৭ নম্বরে অবস্থান করছেন।


সূত্রঃ অনলাইন