পাকিস্তানি ক্রিকেটারদের বিশাল বেতন বৃদ্ধি, জেনে নিন কার বেতন কত?

খেলাধুলার বিবিধ August 8, 2018 1,385
পাকিস্তানি ক্রিকেটারদের বিশাল বেতন বৃদ্ধি, জেনে নিন কার বেতন কত?

পাকিস্তানের জীবন্ত কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান প্রধানমন্ত্রী হচ্ছেন। এর আনন্দে যথন দেশে আনন্দের বন্যা। ঠিক সেই সময় এ মাত্রা আরো বৃদ্ধি পেল ক্রিকেটার দের বেতন বৃদ্ধি করে।


অধিনায়ক সরফরাজ আহমেদ ও শোয়েব মালিক আছেন সর্বোচ্চ ক্যাটাগরিতে। চুক্তি থেকে বাদ পড়েছেন ওমর আকমল ও আহমেদ শেহজাদ। নতুন চুক্তিতে সর্বমোট ৩৩ জন প্লেয়ারকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করেছে পিসিবি।


খেলোয়াড়দের মাসিক বেতন ২৫%-৩০% বৃদ্ধি করা হয়েছে এবং ম্যাচ ফি বাড়ানো হয়েছে ২০ শতাংশ। এ বছর নতুন ক্যাটাগরি ‘ই’ সংযোজন করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা পাবে এক মিলিয়ন পাকিস্তানি রুপি।


‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়ররা পাবে ৭ লাখ রুপি। ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়দের দেয়া হবে যথাক্রমে ৫ লাখ ও ৩ লাখ রুপি। প্রথমবারের মতো সংযোজন হওয়া ‘ই’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন এখনও নির্ধারণ করা হয়নি।


ক্যাটাগরি এ: আজহার আলী, শোয়েব মালিক, শরফরাজ আহমেদ, ইয়াসীর শাহ, বাবর আজম ও মোহাম্মদ আমির।


ক্যাটাগরি বি: মোহাম্মদ হাফিজ, ফাহিম আশরাফ, আসাদ শফিক, হাসান আলী, ফখর জামান ও শাদাব খান।


ক্যাটাগরি সি: মোহাম্মদ আব্বাস, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, হারিস সোহেল, ইমাম-উল-হক, মুহাম্মদ নওয়াজ, উসমান খান সিন্ধি, শান মাসুদ ও ইমাদ ওয়াসিম।


ক্যাটাগরি ডি: রুম্মান রইস, আসিফ আলী, রাহাত আলী, উসমান সালাহউদ্দিন ও হুসাইন তালাত।


ক্যাটাগরি ই: বিলাল আসিফ, সাদ আলী, মুহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, সাহেবজাদা ফারহান, উমাইদ আসিফ ও মীর হামজা।


সূত্রঃ অনলাইন