১৫ বছর ধরে তরুণীকে ধর্ষণ করল ওঝা! অতঃপর…

আন্তর্জাতিক August 8, 2018 1,222
১৫ বছর ধরে তরুণীকে ধর্ষণ করল ওঝা! অতঃপর…

‘জিনে ধরেছে, ঝাড়ফুঁক ছাড়া মুক্তি নেই’—এসব ভয় দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে মগজধোলাই করেছিলেন এক গ্রাম্য ওঝা। সেই ২০০৩ সালের কথা। মেয়েটিকে রাতের আঁধারে নিজের বাড়ি নিয়ে গেলেন তিনি। তাঁর যৌন লালসায় বন্দী হলো মেয়েটির জীবন। তারপর একে একে ১৫টি বছর পার।


উদ্ধার করা সেই মেয়েটি এখন ২৮ বছরের পরিণত নারী। এদিকে অভিযুক্ত সেই ওঝাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৮৩ বছরের ওই ওঝার নাম জাগো। তিনি জাদুটোনা জানেন। বিচারে দোষী সাব্যস্ত হলে ১৫ বছর জেল খাটতে হতে পারে। ইন্দোনেশিয়ার এক গ্রামে এ ঘটনার জন্ম।


পুলিশ প্রতিবেদনে বলা হয়, ওই ওঝা কিশোরীর মগজধোলাই করে বোঝান, তাঁর (ওঝা) মধ্যে জিন আছে। এরপর তিনি কিশোরীকে রাতে নিজের বাড়ি নিয়ে আসতেন। এক যুগের বেশি সময় ধরে তাকে যৌন নির্যাতন করেছেন। পুলিশের প্রকাশ করা ছবিতে দেখা যায়, গুহার ভেতরে দরকারি কিছু জিনিসপত্র রয়েছে।


তোলিতোলি পুলিশপ্রধান এম ইকবাল আলকুদুসি বলেন, ওই কিশোরীর বয়স যখন ১৩, তখন থেকে ধর্ষণ করা হয়। রাতের বেলা কিশোরীকে ওঝা নিজের বাড়িতে নিয়ে এলেও দিনের বেলা কারাগারের মতো দেখতে ছোট্ট গুহায় থাকতে বাধ্য করা হতো। তাকে একটি ছবি দেখিয়ে বলতেন, এটা জিনের ছবি। এই জিন তার মধ্যে আছে।


জানা যায়, কিশোরীর মধ্যে কিছু সমস্যা দেখা দেওয়ায় একদিন তার পরিবার চিকিৎসার জন্য নিয়ে যায় ওই ওঝার কাছে। সেখানেই মেয়েকে রেখে আসে। কিন্তু বছরের শেষ দিকে কিশোরীটি গায়েব হয়ে যায়। ওই ওঝা কিশোরীর পরিবারকে জানান, কাজের খোঁজে সে জাকার্তা চলে গেছে। পরিবার ও স্বজনেরা অনেক খুঁজেও মেয়ের সন্ধান পায়নি।


সূত্রঃ অনলাইন