এক সমর্থকের সঙ্গে ক্ষিপ্ত ও অশালীন ভঙ্গিমায় কিছু একটা বলেছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের দলপতি সাকিব আল হাসান, সামাজিক যোগাযোগের মাধ্যমে এই ভিডিওটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওটি স্পষ্ট হলেও শব্দ অস্পষ্ট হওয়ায় এ নিয়ে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন ভিন্ন ক্যাপশন ব্যবহার করে শেয়ার দেওয়া হচ্ছে। আসলে কী ঘটেছিল ওই মুহূর্তে?
অনেকে ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে তার ক্যাপশনে লিখেছেন, একজন লোক সাকিবকে নিরাপদ সড়ক আন্দোলনের ব্যাপারে প্রশ্ন করায় ক্ষিপ্ত হয়ে অশালীন অঙ্গভঙ্গি ও অশ্লীল ভাষা প্রয়োগ করেন সাকিব। কিন্তু বাস্তবতা হচ্ছে ঘটনা মোটেই তা নয়।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে যে, ওই লোক সাকিবের কাছে বারবার অটোগ্রাফ চাচ্ছিলেন। সাকিব তার সঙ্গে প্রথমে একটা সেলফি তুলতে রাজি হন। এরপর আবার ভিডিও করার আবদার জানালে সাকিব ক্ষিপ্ত হয়ে ওঠেন। মূলত খেলা শেষে সাকিব তখন খুবই ক্লান্ত ছিলেন।
সাকিব তাই সোজা ‘পারব না’ বলে হাঁটা শুরু করে। কিন্তু ওই লোক তখন ‘ভাব মারায়’ বলে কটাক্ষ করেন। আর তাতে ক্ষিপ্ত হয়ে সাকিব তাকে অশালীন অঙ্গভঙ্গি আর বাজে ভাষায় আক্রমণ করেন।
সাকিবকে বিরক্ত করা ওই ব্যক্তির হাতে ‘নিরাপদ সড়ক চাই’ লেখা প্ল্যাকার্ড থাকাকেই মূলত ভুল ধারণার সূত্রপাত বলে মনে করেন সংশ্লিষ্টরা। -বাংলানিউজ২৪