৪২ ঘণ্টার যাত্রাপথ ৪ বছরে অতিক্রম!

সাধারন অন্যরকম খবর July 29, 2018 1,462
৪২ ঘণ্টার যাত্রাপথ ৪ বছরে অতিক্রম!

গন্তব্যে পৌঁছানোর কথা ছিল ৪২ ঘণ্টায়। কিন্তু সময় লাগল প্রায় চার বছর। অন্ধ্রপ্রদেশ থেকে রওনা হওয়া মালগাড়ি উত্তরপ্রদেশ পৌঁছেছে দীর্ঘ চার বছর পর। ২০১৪ সালের ১০ নভেম্বর একটি মালগাড়ি রওনা হয়েছিল বিশাখাপত্তনম স্টেশন থেকে। ১৩১৬টি ব্যাগে ডি-অ্যামোনিয়াম ফসফেট বোঝাই করে যাত্রা শুরু করেছিল ট্রেনটি।


১৩২৬ কিলোমিটার পথ অতিক্রম করে উত্তরপ্রদেশের বাস্তি স্টেশনে পৌঁছনোর কথা ছিল ৪২ ঘণ্টা পর। কিন্তু তা পৌঁছায় গত বুধবার বিকেল সাড়ে ৩টায়। এমন দৃশ্য দেখে হতবাক রেল কর্মকর্তারা। কী এমন হল যে মালগাড়িটির গন্তব্যে পৌঁছাতে এত বেশি সময় লাগল?


উত্তর-পূর্ব রেলওয়ে জোনের প্রধান জনসংযোগ কর্মকর্তা সঞ্জয় যাদব বলেন, অনেক সময় মালগাড়ির কোনও কামরা বা যন্ত্র বিকল হলে তা ইয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়। এক্ষেত্রেও মনে হচ্ছে তেমনটাই হয়েছে।