আকাশ থেকে নেমে আসছে রক্তবৃষ্টি! বিষয়টি বিস্ময়কর হলেও এমন ঘটনাই ঘটেছে। তীব্র গরমে হঠাৎ শুরু হয় রক্তবৃষ্টি। মুহূর্তে রাস্তাঘাট লাল হয়ে যায়।
সম্প্রতি এ ঘটনা ঘটেছে সাইবেরিয়ায়। রক্তবর্ণের বৃষ্টিধারায় ভিজে যায় সাইবেরিয়ার একটি অঞ্চলের পথঘাট।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘লাইভ সায়েন্স’এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩ জুলাই সেখানে এমনই রক্তবৃষ্টি হয়েছে।
তীব্র এই বৃষ্টির পেছনে কোনো ভৌতিক কারণ নেই। খবরে বলা হয়েছে, যেখানে ওই বৃষ্টি হয়েছে, সেই জায়গায় একটি ফ্যাক্টরি ছিল। ফ্যাক্টরির লাল রঙের বর্জ্য রাখা ছিল খোলা অবস্থায়। তীব্র গরমে ময়লা শুকিয়ে হালকা হয়ে যায়।
বৃষ্টির আগে যখন বাতাস বইতে শুরু করে তখন ওই ময়লা বিস্তীর্ণ এলাকাজুড়ে আকাশে উড়তে শুরু করে। পরক্ষণেই বৃষ্টি নামলে বৃষ্টির পানিতে মিশে যায় সেই লাল রঙের ময়লা। ফলে বৃষ্টির পানি হয়ে যায় রক্তবর্ণের।