এক ছাত্র মোবাইল ফোনে ভিডিও করে ঘটনাটি প্রিসন্সিপালকে জানায়। এরপরই প্রকাশ্যে আসে শিক্ষিকার যৌনতার বিষয়টি।
যে ছাত্রকে জোর করে শয্যায় টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে, সে ওই শিক্ষিকারই শ্রেণিতে পড়ত। লজ্জাজনক ঘটনাটি ঘটে ওয়াশিংটন ডিসির অপশন পাবলিক চাটফার স্কুলে
১৭ বছরের ওই ছাত্রকে জোর করে যৌনতায় বাধ্য করেন এক শিক্ষিকা। শিক্ষিকার বয়স ২২, নাম সিমোন গ্রিন। তার বিরুদ্ধে অভিযোগ, শুধু এক ছাত্রকে জোর করে শয্যায় টেনে নিয়ে যাওয়াই নয়, অন্য ছাত্রদেরও এতে উস্কানি দিতে তিনি তাদের সামনে নগ্ন হয়ে সেক্স স্টান্ট পারফর্ম করেন।
অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ, ক্লাসের ফুটবল টিমের সামনে নগ্ন হয়ে নিজের দিকে আকর্ষিত করতেন ওই শিক্ষিকা। ছাত্রদের ওরাল সেক্স করতে কার্যত বাধ্য করতেন বলেও দেখা গেছে ওই ভিডিওতে। অভিযুক্তকে শিশু নিগ্রহের মামলায় অভিযুক্ত করা হয়েছে। পরে তাকে আটক করা হয়।