বউ রেখে পালিয়ে যাওয়া ৮ অনাবাসী ভারতীয় নাগরিকের পাসপোর্ট বাতিল করেছে দেশটির সরকার। ভারতের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ কথা জানিয়েছেন। খবরঃ টাইমস অব ইন্ডিয়ার।
বিদেশে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিয়ের পর কিছুদিন সংসার করে স্ত্রীকে রেখে চলে যাওয়া ভারতে একটি পরিচিত সমস্যা। সম্প্রতি এ ধরনের অভিযোগ তদন্তে সেদেশের নারী ও শিশু উন্নয়ন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি যৌথ টাস্কফোর্স গঠন করেছে।
কর্মকর্তা জানিয়েছেন, গত দুমাসে তারা এ ধরনের ৭০টি অভিযোগ পেয়েছেন।
তারা এ ধরনের প্রতারণা থেকে নারীদের সুরক্ষায় বিয়ের অনলাইন নিবন্ধন চালুরও উদ্যোগ নিয়েছেন।
ইত্তেফাক/টিএস/নূহু