নিজের পোষা কুকুরকে মুখ বেঁধে ধর্ষণ

সাধারন অন্যরকম খবর July 17, 2018 1,832
নিজের পোষা কুকুরকে মুখ বেঁধে ধর্ষণ

মানুষে বিকৃত রুচির আক্রোশ থেকে বাদ পরল না নির্বোধ পশুও। তেমনি এক অভিযোগ উঠেছে কলকাতার লেকটাউনে পোষা কুকুর মালিকের বিরুদ্ধে। নিজের পোষা কুকুরকে ধর্ষণের অভিযোগে কমলেশ মাহাতো নামের ওই কুকুর মালিককে গ্রেফতার করেছে পুলিশ।


ভারতীয় সংবাদ মাধ্যমে জানানো হয়, সারমেয় নামে নেড়ি কুকুরটি কমলেশের পোষ্য ছিল। গত রোববার রাতে পোষ্যের মুখ বেঁধে যৌন নিগ্রহ করে কমলেশ। ঘটনাটি প্রতিবেশীরা জানালা দিয়ে দেখে ফেলে। পরে এক স্বেচ্ছাসেবী সংস্থাকে খবর দিলে তাদের পক্ষ থেকে লেকটাউন থানায় খবর দেয়া হয়।


খবর অনুযায়ী পুলিশ এসে কমলেশ মাহাতোকে গ্রেফতার করেছে এবং সারমেয়কে (পোষ্য কুকুরের নাম) উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।