বাংলাদেশিরা কেন ক্রোয়েশিয়া সমর্থন করে? : হ্যারি কেন

মজার সবকিছু July 13, 2018 2,111
বাংলাদেশিরা কেন ক্রোয়েশিয়া সমর্থন করে? : হ্যারি কেন

বিশ্বকাপ মাতাচ্ছে ইংল্যান্ডের ফুটবল সুপারস্টার হ্যারি কেন। প্রিয় পাঠক, আপনাদের জন্য হাস্যরসের এবারের ধামাকা 'হ্যারি ক্যান'-এর কাল্পনিক সাক্ষাৎকার। আসুন পড়ে নিই


হাস্যরস :- কেমন আছেন মামা ?


হ্যারি কেন :- আমার নাম হ্যারি, মামা না।


হাস্যরস :- আমাদের দেশে ভাই ব্রাদারকে আমরা মামা বলে সম্বোধন করি।


হ্যারি কেন :- ঠিক কী কারণে মনে হইল আমি আপনার ভাই-ব্রাদার?


হাস্যরস :- সরি


হ্যারি ক্যান :- আরে সরি বলার কী আছে। আমরা আমরাই তো।মজা নিলাম।


হাস্যরস :- গতকাল রাতে হারছেন ক্রোয়েশিয়ার কাছে। তারপরও দেখি ফুর্তিতে আছেন?


হ্যারি কেন :- কে বলছে আমরা হারছি ? আসলে আমরা হেরে ক্রোয়েশিয়াকে উৎসাহ দিয়েছি। তা ছাড়া আমরা তো একবার ওয়ার্ল্ড কাপ নিয়েছি । ওরাও একবার নিক।


হাস্যরস :- জানেন, গতকাল বাংলাদেশি দর্শকরা ক্রোয়েশিয়াকে সমর্থন দিয়েছে।


হ্যারি কেন :- বাংলাদেশিরা কেন ক্রোয়েশিয়া সমর্থন করে?


হাস্যরস :- বলা যাবে না।বিভাগীয় সম্পাদক কেটে দিবে।


হ্যারি কেন :- কাটাকুটির দরকার নাই। তার চেয়ে বরং আমি কেটে পড়ছি।