মেয়েদের মনের নাগাল পেতে কতই না প্রচেষ্টা। কত সাধনা-আরাধনা। সকাল-দুপুর ঠাঁয় দাঁড়িয়ে থাকা, তবু যদি মনের মানুষটি একটু ফিরে তাকায়! গোলাপ, চিঠি, চকলেট, বই- কিছুই কি কাজে আসছে না?
এবার তবে একটু ব্যতিক্রমভাবে ভাবুন। খেয়াল করে দেখুন, কেমন পুরুষের প্রতি মেয়েরা সহজেই আকৃষ্ট হয়। কোন গুণাবলীর কারণে মেয়েদের মন পাওয়া সহজ হয়। আপনিও এবার চেষ্টা করুন সেসব গুণ অর্জন করতে।
আপনি যদি পেশীবহুল চেহারার অধিকারী হন, তাহলে মেয়েদের আকর্ষণের জন্য আপনার হয়ে আপনার চেহারাই কথা বলবে। সুঠাম স্বাস্থ্য বরাবরই মেয়েদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। তাই টান টান পেশী, চামড়ার উপর থেকে দেখা যাওয়া শিরা- এসবই মেয়েদের কাছে নম্বর বাড়ায়।
ক্লিন শেভিংয়ের কনসেপ্ট ভুলে যান। বিদেশি সমীক্ষায় প্রকাশ, শেভ্ড গালের চেয়ে দাড়ি-গোঁফের পুরুষ মেয়েদের বেশি পছন্দের। গালে দাড়ি-গোঁফের উপস্থিতি চেহারায় পৌরুষ বাড়ায়। আলাদা গাম্ভীর্য আনে।
মেয়েরা পছন্দ করে ঠিক ব্যাকরণ, ভাষার সঠিক প্রয়োগ ও সুন্দর কথা বলার গুণ। কাজেই মনের মানুষকে ইমপ্রেস করতে আজই অভ্যাস করুন সে সব।
শিশুদের ভালবাসেন? আপনার ব্যবহারে কি তাদের প্রতি মমতা প্রকাশ পায়? মেয়েদের আকর্ষণের ক্ষেত্রে এটা কিন্তু আপনার ব্যক্তিত্বের ইতিবাচক দিক। মেয়েদের মধ্যে মাতৃত্বের এক আলাদা বৈশিষ্ট্য থাকে বলেই এই বিশেষত্বটি তাদের এত টানে।
কোনো মেয়ের সামনে যদি নিজের বুদ্ধিমত্তার প্রকাশ করতে পারেন, তাহলে তাকে ইমপ্রেস করার কাজ অনেকটাই এগিয়ে যাবে। যেকোনো কাজে দ্রুত সিদ্ধান্ত নিতে পারার ক্ষমতা, অন্যের আপদে-বিপদে ঝাঁপিয়ে পড়া- ছেলেদের এসব গুণ মেয়েদের আকর্ষণ করে সহজেই।
বাদ্যযন্ত্রগুলির মধ্যে গিটার পছন্দ করেন বেশির ভাগ মেয়ে। তাই গিটার বাজাতে জানলে তাদের নজরে পড়া যায় সহজেই। প্রমাণ চান? কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে গিটারের বাড়বাড়ন্ত দেখুন!