বেলজিয়াম ফুটবল সুপারস্টার লুকাকু। বেলজিয়ামের পাশাপাশি পুরো বিশ্ব এখন তাঁর দিকে তাকিয়ে আছে। তিনি কি পারবেন বেলজিয়ামকে চ্যাম্পিয়ন করতে? প্রিয় পাঠক, আসুন পড়ে নিই লুকাকুর কাল্পনিক সাক্ষাৎকার।
হাস্যরস : কেমন আছেন?
লুকাকু : ভালো নেই।
হাস্যরস : কেন?
লুকাকু : ব্রাজিলকে ৭ গোল দিতে পারি নাই। এই জন্য আমার আর্জেন্টিনার ভক্তদের মন খারাপ।
হাস্যরস : তাহলে এখন কী করবেন?
লুকাকু : তবে আর্জেন্টিনার ভয় নাই, বিশ্বকাপ ছাড়ি নাই।
হাস্যরস : এই কথা কেন বললেন?
লুকাকু : আর্জেন্টিনার চিরশত্রু ব্রাজিলকে আমরা হারিয়েছি। এই জন্য এখন আমরা আর্জেন্টিনার পক্ষের শক্তি। আমরা চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনার মুখ উজ্জ্বল করব।
হাস্যরস : আপনাদের সঙ্গে নেইমার অভিনয় করতে পারেনি। কেন?
লুকাকু : আমরা কো-আর্টিস্ট হিসেবে খুব খারাপ। আমরা কাউকে অভিনয়ের সুযোগ দিই না।
হাস্যরস : তারপরও যদি নেইমার অভিনয় করত, তাহলে কী করতেন?
লুকাকু : ওরে ডাইরেক্ট হলিউডে পাঠিয়ে দিতাম।
হাস্যরস : আপনারা কি নেইমারের অভিনয় মিস করছেন?
লুকাকু : তা মিস করছি। কিন্তু ভদ্রলোক দুই লিটার থুক্কু দুই গোল খাবার পর অভিনয় করার সময় পাননি। কথায় আছে, জাতে মাতাল তালে ঠিক।
হাস্যরস : হাস্যরসে সাক্ষাৎকার দিতে পেরে কেমন লাগছে?
লুকাকু : সত্যিকারের সাক্ষাৎকার দিলে ভালোই লাগত। কিন্তু এটা কাল্পনিক সাক্ষাৎকার। মজা লাগে নাই।