বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন বিশ্ব ফুটবলের তিন খ্যাতিমান তারকা লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপ থেকে বিদায়ের পর এ তিন তারকা ‘ভার্চুয়াল গোপন বৈঠকে’ মিলিত হয়েছিলেন। উইকিলিকসের সহযোগিতা ছাড়াই সে গোপন বৈঠকের কথাবার্তা ফাঁস করে দিচ্ছেন হাস্যরস প্রতিবেদক।
নেইমার : হ্যালো, ভাই-বন্ধুরা! এসে পড়লাম তোমাদের দলে।
মেসি : রাখ বেটা তোর বন্ধুত্ব! কত আপন ভাবতাম তোরে, অথচ তুই আমাদের একা ফেলে কোয়ার্টার ফাইনালে চলে গেলি!
রোনালদো : এই প্রথম ভিনগ্রহের ফুটবলারের সঙ্গে আমি সম্পূর্ণ একমত পোষণ করছি, নেইমার!
নেইমার : ধন্যবাদ বড় ভাই রোনালদো। কিন্তু আপনি তো কাজটা ঠিক করলেন না!
রোনালদো : আমি আবার কী করলাম!
নেইমার : শোনেন ভাই, এই বিশ্বকাপে আমি করলাম দুটি গোল, আমার বন্ধুবর মেসি করল একটি, আর আপনি একাই চারটি গোল করে বসলেন!
মেসি : তিনি সম্ভবত প্রমাণ করতে চেয়েছেন, তিনি আমার চেয়ে সেরা!
রোনালদো : মেসি ভাই, এই আলাপে কে সেরা, সেটা না হয় উহ্যই থাকুক। আমি যে চার গোল করলাম, এর পেছনে একমাত্র কারণ হচ্ছে জুভেন্টাস।
নেইমার : বলেন কী, ভাই?
মেসি : জুভেন্টাস?
রোনালদো : হুম! আমি রিয়াল ছেড়ে জুভেন্টাসে যাচ্ছি এমন কানাঘুষা চলছে, শোনেন নাই?
নেইমার : সে তো বুঝলাম। এর সঙ্গে বিশ্বকাপে গোলের কী সম্পর্ক?
মেসি : আমিও তো কিছু বুঝছি না!
রোনালদো : এ জন্যই বলি, আমি সে... ইয়ে মানে, হয়েছে কী, জুভেন্টাসে যাওয়ার এই গুঞ্জনের সময় বেশি গোল করার চেষ্টা করলাম। যাতে দলবদলের বাজারে ট্রান্সফার ফি বাড়িয়ে নিতে পারি।
নেইমার : ভাই, আপনার কি ব্যবসায়িক প্ল্যান!
মেসি : মারহাবা!
রোনালদো : ধন্যবাদ। আচ্ছা, এবার বিশ্বকাপ তাহলে নিচ্ছে কে?
নেইমার : যেই নিক ভাই, ইউরোপের বাইরে বিশ্বকাপ যাচ্ছে না, এটা কিন্তু নিশ্চিত!
মেসি : হুম, তারা এবার বিশ্বকাপকে ইউরো কাপ বানিয়ে ফেলেছে!
রোনালদো : এই রে, আমার উনি ডাকছে। বুঝতেই পারছ, এ ক্ষেত্রে দেরি করলেই বিপদ! যাচ্ছি তাহলে।
মেসি : ঠিক আছে, সিআর৭ সাহেব। ভালো থাকবেন। আমিও বিদায় নিচ্ছি, জুনিয়র।
নেইমার : ওকে। দেখা হবে।