স্কুলশিক্ষিকার শিরশ্ছেদ করে মাথা কেটে নিয়ে রাস্তায় যুবক

আন্তর্জাতিক July 4, 2018 819
স্কুলশিক্ষিকার শিরশ্ছেদ করে মাথা কেটে নিয়ে রাস্তায় যুবক

স্কুলে শিক্ষিকাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপানোর পর শিরচ্ছেদ করে তার মাথা কেটে নিয়েছে এক যুবক। পুলিশ জানিয়েছে, প্রায় ২ ঘণ্টা কাটা মাথা নিয়ে রাস্তায় চলাফেরা করতে থাকে হরি হেমব্রম (২৬) নামে ওই যুবক।খবরএবেলার।


পরে স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ হরিকে গ্রেফতার করতে এলে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়ে।বীভৎস এ ঘটনা ঘটেছে কলকাতার ঝাড়খণ্ডের জামশেদপুরে।


ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জামশেদপুরে স্থানীয় একটি স্কুলের শিক্ষিকা সুকরু হেসা মিড ডে মিলের তদারকি করছিলেন। অভিযোগ, সেই সময় আচমকাই চড়াও হয় ওই যুবক হরি হেমব্রম।


প্রত্যক্ষদর্শীদের দাবি, হরির হাতে ধারালো অস্ত্র ছিল। সেই অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে স্কুলশিক্ষিকা সুকরুকে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিক্ষিকার। এর পরেই ছুরি নিয়ে স্কুলশিক্ষিকার শিরশ্ছেদ করে হরি। তারপর কাটা মাথা নিয়েই দৌড়াতে শুরু করে সে।


পুলিশ জানিয়েছে, হরি মানসিকভাবে সুস্থ নয়। তবে কী কারণে হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকেই প্রবল আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।