ধর্ষিতার বয়স ৪ বছর, ধর্ষকের বয়স ৬ বছর!

আন্তর্জাতিক July 4, 2018 1,146
ধর্ষিতার বয়স ৪ বছর, ধর্ষকের বয়স ৬ বছর!

গণধর্ষণের শিকার হল ৪ বছছের শিশু। আর তাকে ধর্ষণের অভিযোগ যে চার জনের বিরুদ্ধে তাদের বয়স ৬ থেকে ১২ বছরের মধ্যে। গত ৩০ জুন চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কানপুরে।


জানা গেছে, কানপুরের মহারাজপুর থানা এলাকার এই ঘটনায় বাকরুদ্ধ অসংখ্য মানুষ। পুলিশ সূত্রে খবর, ৪ বছরের মেয়েটি বাড়ির বাইরে খেলছিল। এ সময় সেই চার নাবালক তাকে পাশের একটি খালি জায়গায় নিয়ে গিয়ে সেই ৪ বছরের শিশুকে ধর্ষণ করে বলে অভিযোগ।


মোবাইল ফোনে পর্নগ্রাফি দেখেই অভিযুক্তরা এই কাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ। কানপুর পুলিশের কর্মকর্তা (সিনিয়র সুপারিনটেনডেন্ট পুলিশ) এ কে মিনা জানান, অভিযোগের ভিত্তিতে সেই চারজনের বিরুদ্ধে পকসো (POCSO Act) আইনে মামলা দায়ের করা হয়েছে।


মঙ্গলবার এই চার অভিযুক্তকে আদালতে হাজির করা হয়। অভিযুক্তদের তিন দিন হোমে নজরবন্দি রাখা নির্দেশ দেওয়া হয়েছে। -বিডি প্রতিদিন