ভারতে ট্যুর গাইডের বিরুদ্ধে ইতালীয় পর্যটককে ধর্ষণের অভিযোগ

আন্তর্জাতিক July 2, 2018 748
ভারতে ট্যুর গাইডের বিরুদ্ধে ইতালীয় পর্যটককে ধর্ষণের অভিযোগ

ভারতে স্থানীয় এক ট্যুর গাইডের বিরুদ্ধে ইতালীয় পর্যটককে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১৪ জুন মুম্বাইয়ের কোলাবায় এই ঘটনা ঘটে।


বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের বাংলো দেখানোর নাম করে ওই যুবতীকে ধর্ষণ করা হয়েছে বলে জানা গেছে।


ধর্ষণের শিকার ওই তরুণী পেশায় একজন ব্যাংক কর্মী। ভারত ভ্রমণের উদ্দেশ্যে গত ডিসেম্বরে মুম্বাই আসেন তিনি।


পুলিশ জানিয়েছে, ১৪ জুন মুম্বাই ঘুরে দেখার উদ্দেশে জুহু এলাকা থেকে একটি ট্যুর বাসে ওঠেন তরুণীটি। সেই বাসে তরুণীর কাছে এসে নিজেকে ট্যুর গাইড হিসেবে পরিচয় দেয় এক ব্যক্তি। দর্শনসূচি সম্পূর্ণ করে রাত সাতটায় জুহুতে ফিরে আসে বাস। তরুণীটি বাস থেকে নামার পর তাকে অমিতাভ বচ্চনের বাংলো দেখানোর প্রস্তাব দেয় লোকটি। তরুণীটি সম্মতি দিতেই একটি ক্যাবে উঠে চালককে কোলাবা যাওয়ার নির্দেশ দেয় লোকটি।


অভিযোগ, লোকটি পথে গাড়ি থামিয়ে মদ কেনে।


তরুণীকে মদ্যপানে বাধ্য করে। এরপর তাকে ধর্ষণ করে লোকটি। কিছু দূর যাওয়ার পর গাড়ি থেকে নামিয়ে দিয়ে পালিয়ে যায় সেই লোক।


তরুণীটি ইতালির দূতাবাসে ফোন করে ঘটনাটি অবহিত করেন। সেই রাতেই থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন তিনি।


সূত্র: এনডিটিভি