বজ্রপাতে ভয় পায় পাত্র! অতঃপর...

সাধারন অন্যরকম খবর June 30, 2018 1,496
বজ্রপাতে ভয় পায় পাত্র! অতঃপর...

বিভিন্ন কারণে বিয়ে বাতিল হয়। আর এক্ষেত্রে আর্থিক, দৈহিক, সামাজিকসহ বিভিন্ন কারণ থাকতে পারে। বজ্রপাতে ভয় পাওয়াকে কেন্দ্র করে বিয়ে বাতিলের ঘটনা শুনেছেন কখনো ? কিন্তু এমনটাই ঘটেছে ভারতে।


সম্প্রতি দেশটির বিহার রাজ্যের সরন জেলায় এ ঘটনা ঘটে। পাত্রীর অভিযোগ, পাত্র নিজেই তাকে বলেছে যে, সে বজ্রপাতে ভয় পায়। শুধু তাই নয়, দু'দিন আগে বাড়ির কাছে একটি মাঠে বাজ পড়ার পর ছেলেটি উদ্ভট আচরণ করেছে। তাই সে বিয়ে করতে পারবেন না।


কিন্তু পাত্রীর এই কথায় বিপাকে পড়তে হয়েছে পাত্রপক্ষকে। কেননা, ইতোমধ্যেই সম্পন্ন হয়ে যায় বিয়ের আচার-রীতি। তাই বিবাদে জড়িয়ে পড়ে দু'পক্ষ। একপর্যায়ে তা হাতাহাতি, হামলা এবং পাল্টাহামলায় রূপ নেয়।


অবশেষে পাত্রপক্ষের লোকজনের ওপর হামলার অভিযোগে পাত্রীপক্ষের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


সূত্র: জি-নিউজ।