বিনা পরিশ্রমে ঘেমে যাওয়া যেসব রোগের উপসর্গ

সাস্থ্যকথা/হেলথ-টিপস June 25, 2018 1,127
বিনা পরিশ্রমে ঘেমে যাওয়া যেসব রোগের উপসর্গ

ভ্যাপসা গরমে বা অতিরিক্ত পরিশ্রম করলে ঘাম হওয়াটা খুবই স্বাভাবিক ব্যপার। কিন্তু যখন তখন বিনা পরিশ্রমে বা স্বাভাবিক তাপমাত্রায় ঘাম হওয়াটা মোটেই স্বাভাবিক ব্যপার নয়। বরং চিন্তার বিষয়। এমন অনেকেই আছেন, যারা বিনা পরিশ্রমে বসে বসেই দরদর করে ঘামেন।


চিকিৎসকদের মতে, এই ঘাম হওয়া আসলে বিশেষ বিশেষ কিছু রোগের উপসর্গ। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন। বিনা পরিশ্রমেই ঘেমে যাওয়া মূলত কোন রোগের উপসর্গ প্রকাশ করে-


১। অতিরিক্ত ঘাম হৃদরোগের একটি লক্ষণ। চিকিৎসকদের মতে, অনেক সময় হৃদপিন্ডে সমস্যা হলে এরকম হতে পারে।


২। অতিরিক্ত উদ্বেগের জন্য অনেক সময় ঘাম হয়। যারা বিভিন্ন কারণে মানসিক চাপে বা অবসাদে ভুগছেন, তাদের ক্ষেত্রে এমন দেখা যায়।


৩। ডায়াবেটিসের সমস্যা যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে রক্তে শর্করার পরিমাণে তারতম্য ঘটলে অতিরিক্ত ঘাম হতে পারে। তাই যারা ডায়াবেটিসে ভুগছেন, অতিরিক্ত ঘাম হলেই রক্তের শর্করা পরীক্ষা করুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।


৪। রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়লেও ঘাম হয়।


৫। মেনোপজের (ঋুতস্রাব) সময় অনেক মহিলারই বুক ও ঘাড়ে অতিরিক্ত ঘাম হয়।