কুকুরের প্রস্রাব পান করেন এই নারী! কেন জানেন?

সাধারন অন্যরকম খবর June 23, 2018 2,024
কুকুরের প্রস্রাব পান করেন এই নারী! কেন জানেন?

যুক্তরাষ্ট্রের এক নারী নিয়মিত পোষা কুকুরের প্রস্রাব পান করেন। শুধু তাই নয়, তিনি প্রস্রাব পানের একটি ভিডিও ছেড়েছেন ইন্টারনেটে।


তার দাবি, নিয়মিত কুকুরের প্রস্রাব পানে তার চেহারার কমনীয়তা বেড়েছে, দূর হয়েছে মুখের সব ব্রণ। এর ফলে চেহারায় গ্ল্যামারও বেড়েছে অনেকটা।


এই বক্তব্যের স্বপক্ষে প্রমাণ দিতে তিনি দেড় মিনিটের একটি ভিডিও ছেড়েছেন ইন্টারনেটে। ভিডিওতে দেখা গেছে, তিনি নিজের পোষ্য কুকুরের প্রস্রাব পান করছেন।


ভিডিও-তে অজ্ঞাতনামা ওই নারী বলছেন, প্রথমবার আমার পোষা কুকুরের প্রস্রাব পান করার আগে পর্যন্ত আমি খুব হতাশ ছিলাম সৌন্দর্য নিয়ে। এখন আমার সব ব্রণ সেরে গেছে।


ভিডিওতে তিনি বলেন, কুকুরের প্রস্রাবে ভিটামিন-এ এবং ভিটামিন-ই রয়েছে। এ ছাড়া এতে ক্যালসিয়াম থাকে যা ক্যানসারের মতো রোগ নিরাময়ে সাহায্য করে।


কিন্তু তার এই দাবি কতটা ফলপ্রসু তা স্বাস্থ্য বিশারদরাই ভালো বলতে পারবেন।


প্রসঙ্গত, প্রাচীন যুগে ওষুধ হিসেবে কুকুর বা মানুষের প্রশ্রাব পান করার প্রচলন ছিল। চীন, রোম, গ্রীস ও মিশরে এই রেওয়াজ ছিল।


সূত্র: ডেইলি মেইল