বন্ধ্যাত্ব! এই সমস্যাটা এখন অনেক দম্পতির মধ্যে খুবই সাধারণ৷ তবে যদি আপনার পছন্দের তালিকায় সামুদ্রিক খাবার থেকে থাকে, তাহলে আর কোনও চিন্তা নেই৷ এমনটাই জানাচ্ছেন গবেষকরা। সমীক্ষা বলছে, সি-ফুড খেলে গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যায়৷
এন্ডোক্রিন সোসাইটির জার্নাল অব ক্লিনিক্যাল এন্ডোক্রোনোলজি অ্যান্ড মেটাবলজিতে প্রকাশিত একটি রিপোর্টে জানা গিয়েছে যারা বেশি পরিমাণে সামুদ্রিক খাবার খেতে পছন্দ করেন তাদের গর্ভধারণ তাড়াতাড়ি হয়৷
দেশের প্রায় বেশির ভাগ মেয়েদের মধ্যে এই ধরনের সমস্যা দেখা যায়৷ কিছু সময় এর প্রতিকারও হয়৷ কিন্তু তা কৃত্রিম চিকিৎসার সাহায্যে৷ বেশির ভাগ সময় গর্ভপাতের কারণ হয়ে দাড়ায় মদ্যপান, ধূমপান ইত্যাদি৷ তবে সেই জায়গা থেকে বেরিয়ে আসার কৃত্রিম উপায় ছাড়া প্রাকৃতিক উপায়ও রয়েছে৷
হার্ভার্ড টি.এইচ-এর গবেষক অড্রে গাসকিন্স জানান, যে দম্পতি তাড়াতাড়ি সন্তান চায় তাদের জন্য সিফুড অত্যন্ত উপকারী৷ তিনি আরও বলেন, যারা অন্তত সপ্তাহে দু‘বার সামুদ্রিক খাবার খায় তাদের মধ্যে যৌন চাহিদা বৃদ্ধি পায় আর তারা খুব তাড়াতাড়ি গর্ভবতীও হয়৷
মিশিগান এবং টেক্সাস শহরের প্রায় ৫০০ জন দম্পতির উপর এই ধরনের একটি পরীক্ষা চালানো হয়৷ আর সেই পরীক্ষার শেষে দেখা গিয়েছে তাদের মধ্যে ৯২ শতাংশ দম্পতি যারা সপ্তাহে দু‘বার সি-ফুড খায় তারা দ্রুত গর্ভবতী হয়েছে৷ আর ৭৯ শতাংশ দম্পতি যারা অপেক্ষাকৃত কম সি-ফুড খায়না তারা অনেকাংশেই গর্ভধারণে অক্ষম৷
গাসকিন্স জানান, শুধুমাত্র মহিলাদের জন্য নয়, পুরুষদের জন্যও বেশি মাত্রায় সিফুড খাওয়াটা প্রয়োজন দ্রুত গর্ভধারণের জন্য৷ -একুশে টিভি