দেশজুড়ে গরম বাড়ছেই। বৃষ্টির দেখা মিললেও কমছে গরমে তাপ। তাপপ্রবাহের কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। এই গরম থেকে বাঁচতে মানুষ হাল্কা পোশাক পরতেই বেশি পছন্দ করছেন। কিন্তু সেই গরমকে ফুঁ দিয়ে উড়িয়ে দিয়ে গায়ে কম্বল পেঁচিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন সন্ত্রাম নামের এক ব্যক্তি। কারণ তার মতে, বাইরের আবহাওয়া নাকি বরফের মত ঠাণ্ডা।
সন্ত্রমের এই অবস্থা আপনার চোখে উদ্ভট মনে হলেও, ভারতের হরিয়ানার মহেন্দ্রগড়ের দেরোলি গ্রামের বাসিন্দারা গরমের সময় এই দৃশ্য দেখে অভ্যস্ত।
স্থানীয়রা জানান, গরমকাল আসলেই তিনি বাড়িতে আগুন জ্বালান এবং বাইরে শাল কিংবা কম্বল ছাড়া কখনোই বের হন না। আবার ঠিক বিপরীত চিত্র দেখতে পাওয়া যায় শীতকালে।
হরিয়ানায় যেখানে সবাই শীতে কাবু হয়ে থাকেন, সেখানে সন্ত্রাম শুধুমাত্র সুতির কুর্তা পরে বাড়ির বাইরে বের হন।
সন্ত্রামের দাবি, তিনি শীতকালে বরফও খেতে পারেন অনায়াসে। গ্রামবাসীরা জানিয়েছেন, ছোটবেলা থেকেই সন্ত্রাম এ ধরনের আচরণ করে আসছে।
কিন্তু এই পাগলামি কেন, তার কোনো ব্যাখা খুঁজে পাওযা যায়নি। তবে মেডিকেল সায়েন্স অনুযায়ী, সাধারণত যে কারণে মানুষের গরমকালে গরম এবং শীতকালে ঠাণ্ডা অনুভূত হয়, সন্ত্রামের ক্ষেত্রে শরীরে কিছু গণ্ডগোল থাকায় এই আজব ঘটনাটি ঘটছে।