বিশ্বকাপের রঙ্গ-রস

মজার সবকিছু June 15, 2018 1,442
বিশ্বকাপের রঙ্গ-রস

এ মাসেই বসছে বিশ্বকাপ ফুটবলের আসর। এ নিয়ে শুরু হয়ে গেছে ব্রাজিল, আর্জেন্টিনা সমর্থকসহ ফুটবলপ্রেমীদের কথার লড়াই।উদাহরণ দিচ্ছেন হাস্যরস প্রতিবেদক।


*ব্রাজিল সমর্থক : আমরা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন।


*আর্জেন্টিনা সমর্থক : ব্রাজিল ‘সেভেন আপ’।


*আর্জেন্টিনা সমর্থক : ম্যারাডোনা ফুটবলের বরপুত্র।


*ব্রাজিল সমর্থক : পেলে ছাড়া ফুটবলই বৃথা।


*আর্জেন্টিনা সমর্থক : যারা কাপের হিসাব করে দল সমর্থন করে, তারা ভুয়া।


*ব্রাজিল সমর্থক : ৩২ বছর ধরে বিশ্বকাপ জয় করতে না পারার যন্ত্রণা জাতি ঠিকই বুঝে।


*ব্রাজিল সমর্থক : টানা দুইবার বিশ্বকাপ জয়ের রেকর্ড আছে ব্রাজিলের।


*আর্জেন্টিনা সমর্থক : সাত গোল খানেওয়ালারাই বড় বড় কথা বলে।


*সাংবাদিক : এবারের বিশ্বকাপ কারা জিতবে বলে মনে করেন?


জনৈক ব্যক্তি : যারা ফাইনালে চ্যাম্পিয়ন হবে, তারাই বিশ্বকাপ জিতবে।