আমিরাত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরে শুক্রবার ঈদ

আন্তর্জাতিক June 14, 2018 719
আমিরাত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরে শুক্রবার ঈদ

সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরে বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে শুক্রবার এই তিন দেশে উদযাপিত হবে ঈদুল ফিতর।


আন্তর্জাতিক অ্যাসট্রোনোমিক্যাল সেন্টারের বরাত দিয়ে কাতারের সংবাদ সংস্থা আলজাজিরা তাদের প্রতিবেদনে জানায়, 'সৌদি আরব, আলজেরিয়া, লিবিয়া, মিসর, কুয়েত, কাতার ও ভিয়েতনামেও শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বলে আশা করা হচ্ছে। '


তবে এসব দেশের সরকারি চাঁদ দেখা কমিটি এখনও আনুষ্ঠানিকভাবে ঈদ উদযাপনের ঘোষণা দেয়নি বলে উল্লেখ করে আলজাজিরা।


অবশ্য ইন্দোনেশিয়ার পার্শ্ববর্তী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চাঁদ দেখা না যাওয়ায় সেখানে শনিবার ঈদুল ফিতর উদযাপন হবে।