চীনে ধরা পড়ল পায়রা মাথাওয়ালা মাছ

সাধারন অন্যরকম খবর June 12, 2018 1,441
চীনে ধরা পড়ল পায়রা মাথাওয়ালা মাছ

চীনে এক মৎস্য শিকারির ছিপে ধরা পড়ল পায়রা মাথাওয়ালা মাছ। এর নিচের অংশ দেখে মনে হয় সাধারণ রুই-জাতীয় মাছ। কিন্তু মাছটির মাথা দেখতে পায়রার মতো। আর এমন মাছের ছবি দেখে হইচই পড়ে যায় মিডিয়া পাড়ায়। সূত্র মিরর


সম্প্রতি দক্ষিণ-পশ্চিম চিনের গুইঝৌ প্রদেশের গুইয়াং শহরে এমন ঘটনা ঘটেছে।


এশিয়া ও উত্তর আমেরিকায় এই জাতীয় রুই অতি কমন। কিন্তু এমন মাথাওয়ালা মাছ কোথাওই দৃষ্ট হয়নি বলেই দাবি প্রত্যক্ষদর্শী ও বিশেষজ্ঞদের। মাছটির চেহারা দেখে মনে হচ্ছে এটা সাধারণ রুই-জাতীয় মাছ। তবে মাথাটি অবিকল পায়রার মতো।


মাছটিকে ধরা হলেও মেরে ফেলা হয়নি। পরে তাকে পানিতে ছেড়ে দেওয়া হয়।