বয়স একটু কম থাকতেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলা উচিত। এতে জীবনটা অনেক বেশিই সহজ মনে হবে। অনেক ধরণের সমস্যা থেকে অনায়াসেই মুক্ত থাকতে পারবেন। কীভাবে জানতে চান? চলুন তাহলে জেনে নেওয়া যাক-
• সম্পর্ক মধুর ও ঘনিষ্ঠ হবে
বয়স ৩০ পার করে বিয়ে করলে স্বাভাবিকভাবেই বয়সের কারণে আপনার মধ্যে গাম্ভীর্য চলে আসবে। আর এর ফলে সম্পর্ক খুব বেশি মধুর ও ঘনিষ্ঠ হবে না।
• মানসিক চাপ কমে
অল্প বয়সেই বিয়ে করলে দুজনের জীবনের সবকিছুই ভাগ করে নেওয়া যায়। এর ফলে মানসিক চাপটাও কম পড়ে।
• সঙ্গীর সঙ্গে অনেকটা সময় পাওয়া যায়
বেশি বয়সে বিয়ে করলে স্বামী-স্ত্রী নিজেদের জন্য খুব কমই সময় পান। কারণ বছর ঘুরতে না ঘুরতেই সন্তানের দায়িত্ব ঘাড়ের উপর এসে পড়ে। কিন্তু অল্প বয়সেই বিয়ে করে ফেললে সঙ্গীর সঙ্গে অনেকটা সময় পাওয়া যায়।
• নতুন করে গুছিয়ে নেওয়ার সুযোগ
এখন ডিভোর্সের সংখ্যা বাড়ছে। কিন্তু যদি অল্প বয়সে বিয়ে হয়ে অল্পেতেই ভেঙে যায় তাহলে জীবনটাকে নতুন করে গুছিয়ে নেওয়ার দ্বিতীয় সুযোগ পাওয়া যায়।
• সন্তান মানুষ করার বিষয়ে
মানুষের গড় আয়ু কিন্তু কমে এসেছে। আপনি যদি দেরিতে বিয়ে করেন, তাহলে সন্তান মানুষ করার বিষয়টিও পিছিয়ে যাবে।
• বিরক্তিকর কথা শোনার হাত থেকে মুক্তি
আগে বিয়ে করে ফেললে আপনার কাছে এসে কেউ ‘কেন বিয়ে করছ না’, ‘কবে বিয়ে করবে’, ‘বয়স বেড়ে যাচ্ছে’, ‘কাউকে পছন্দ আছে কি’ ইত্যাদি ধরণের বিরক্তিকর কথা শোনার হাত থেকে মুক্তি পেয়ে যাবেন।