v গরমকালটাতে পুরো পৃথিবী যদি এসির আওতায় আনা যেত, ভালো হতো। নাহলে অন্তত আমি যদি নিজেই একটা এটিএম বুথ খুলে অলটাইম সেখানে বসে থাকতে পারতাম!
v ইস, ফ্রিজের আকারটা আরেকটু বড় হলেই হতো। পুরো শরীর ফ্রিজে ঢুকিয়ে বসে থাকা যেত।
v বাথটাবের সামনে ছোট্ট টেবিল রেখে অফিস করতে পারলে মন্দ হতো না। পুরো শরীর বাথটাবে রেখে মাথা আর হাত বাইরে রেখে কাজ করা যেত।
v দুইজন আর সেটা না হলে অন্তত একজন অ্যাসিস্ট্যান্ট রাখতে পারলে শান্তি পাইতাম। যার কাজ হবে চার্জার টেবিল ফ্যান নিয়ে আমার পিছন পিছন চলা আর ফ্যান ছেড়ে বাতাস দেওয়া।
v ইস, চা যা গরম! আবার না খেলেও ভালো লাগে না। ফ্রিজে রেখে চা খাওয়ার নতুন নিয়ম চালু করতে পারলে জোশ হতো।
v শীতের জন্য জ্যাকেট-সোয়েটার জাতীয় পোশাক আছে, যা শীত দূর করে প্রশান্তি দেয়। গরমের জন্যও বিশেষ কোন পোশাক যদি আবিষ্কার করত গবেষকরা। যা গরম দূর করে শরীরে প্রশান্তি আনত।
v যদি ক্ষমতা থাকত সূর্যটাকেই আধঘণ্টা ফ্রিজে রাখতাম। এরপর রোদ উঠত কিন্তু তা ঠাণ্ডা আবহ তৈরি করত।
v কোল্ডড্রিংকস কিনে খেতে খেতে ফকিরপ্রায়। যদি কোনো সাগরের সন্ধান পেতাম যেখানে কোল্ডড্রিংকস রয়েছে আর বিনামূল্যে যত খুশি পান করা যাচ্ছে মনের পিপাসা তখন বোধহয় মিটত।