এই সংযমে প্রেমিকদের যত্ত সুবিধা!

মজার সবকিছু June 3, 2018 911
এই সংযমে প্রেমিকদের যত্ত সুবিধা!

মানুষ মাত্রই প্রেম করে। কারোর প্রেম দীর্ঘকাল টিকলেও, কারো কারো প্রেম অতীব ক্ষণস্থায়ী! তবে এই মুহূর্তে যাদের ফাইনালি প্রেম চলছে, তারা বেশ কিছু সুবিধা ভোগ করছেন আপতত এই সংযমের সময়ে!


• ডেটিংয়ে যাওয়ার ঝামেলা নেই


আপনার প্রেমিকা এই একমাস ডেটিংয়ে যাওয়ার জন্য হাজারও ঘ্যানর ঘ্যানর করলেও তাকে পাত্তা দেবেন না! আর ডেটিংয়ে যাওয়ার প্রশ্নই আসে না। সুতরাং, মাসব্যাপী ডেটিংয়ের খরচ বেঁচে গেল!


• চায়নিজের বিল মুক্ত


বেশির ভাগ সময়ে আপনার প্রেমিকা দিনের বেলাতেই বাসা থেকে বের হতো! আর এই সংযমের মাসেও তাকে বের হলে দিনের বেলাতেই বের হতে হবে। আর দিনের বেলায় সে তো আর চায়নিজ তথা কিছুমিছু খেতে চাইবে না! সুতরাং চায়নিজ তথা খাবার বিলটাও বেঁচে গেল!


• সংযমী হোন সবকিছুতে


বাকি এগারো মাসে দেখা যেত আপনার জিএফের সকল আবদার শুনতে হতো চোখ বন্ধ করে! আর এখন অনায়াশে তাকে বলে দিতে পারবেন যে, আমরা সংযমের মাসটা অন্তত গিফট দেওয়া-নেওয়া থেকে বিরত থাকি! তাহলে আপনার হাবিজাবি গিফট কেনার ঝামেলাও কমে যাবে।


বি.দ্র. উপর্যুক্ত ফর্মুলা প্রয়োগের ফলে কারোর প্রেমিকা হারিয়ে গেলে, তার জন্য লেখক কোনোভাবেই দায়ী নয়।