ইংরেজি শিক্ষার আসর - ৭৮তম পর্ব

অনলাইনে পড়াশোনা May 31, 2018 1,089
ইংরেজি শিক্ষার আসর - ৭৮তম পর্ব

✪ Do you still live at Lalbag?

তুমি কি এখনও লালবাগে থাক?


✪ My father is still alive.

আমার বাবা এখনো বেচে আছে।


✪ Do you still interested to him?

তুমি কি এখনো তার প্রতি আগ্রহী?


✪ Do you still hate me?

তুমি কি এখনো আমাকে ঘৃণা কর?


✪ I’m still waiting for you

আমি এখনো তোমার জন্য অপেক্ষা করছি।


✪ Why didn’t you go yet?

তুমি এখনও যাওনি কেন?


✪ Haven’t you slept yet?

তুমি এখনো ঘুমাওনি?


✪ I haven’t finished it yet

আমি এখনো এটা সম্পন্ন করিনি।


✪ I haven’t reached office yet

আমি এখনো অফিসে পৌছিনি।


✪ He didn’t buy a phone yet

সে এখনো একটা ফোন কিনে নাই


✪ Rumi couldn’t finish the work yet

রুমি এখনো কাজটা শেষ করতে পারে নাই