প্রেম আদায়ের লক্ষ্যে প্রেমিকার ইশতেহার

মজার সবকিছু May 30, 2018 1,001
প্রেম আদায়ের লক্ষ্যে প্রেমিকার ইশতেহার

▶ইশতেহার


১. প্রেমের ক্ষেত্রে ধনীর দুলাল পুত্রদের চেয়ে গরিব-কাঙালদের অগ্রাধিকার দেওয়া হবে।


২. একাধিক প্রেম করা থেকে বিরত থাকব। প্রেমের সংখ্যা যদি একের অধিক হয়ে যায়, তবে প্রথমজন ছাড়া অবশিষ্টদের উচ্ছেদ করা হবে।


৩. প্রেমিক ছাড়া অন্য কারো সামনে নিজেকে সুন্দরী কিংবা আকর্ষণীয় মডেল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করব না।


৪. নির্দিষ্ট সময়ের আগে ডেটিং স্থানে সশরীরে উপস্থিত থাকব।


৫. মফিজের কাছ থেকে মোবাইল, আবুলের কাছ থেকে রিচার্জ, জব্বারের কাছ থেকে জামা-কাপড় অথবা মকবুলের কাছ থেকে প্রসাধনী ইত্যাদি নেওয়া সম্পূর্ণ বন্ধ রাখব।


৬. কোনো ধরনের অচেনা নম্বরে ভুলেও মিসড কল দেব না।


৭. প্রেমের নামে কোনো দিন কারো সঙ্গে ছলনা করব না।


৮. ডেটিংকালে প্রেমিকের টাকায় ইতালিয়ান, চায়নিজ, থাই, এক কথায় সব ধরনের ফাস্ট ফুড খাওয়া থেকে বিরত থাকব। প্রয়োজনে নিজের জিহ্বা কন্ট্রোল রাখার জন্য কঠোর ব্যবস্থা নেব।


৯. যদি একান্তই কিছু খাওয়ার প্রয়োজন হয়, তবে নির্ধারিত বিলের ফিফটি পার্সেন্ট ভর্তুকি দেব।


১০. অহেতুক অকারণে প্রেমিককে সন্দেহ করব না। প্রেমিকের পূর্ণ স্বাধীনতার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ থাকব।