ইংরেজি শিক্ষার আসর - ৭৪তম পর্ব

অনলাইনে পড়াশোনা May 25, 2018 1,253
ইংরেজি শিক্ষার আসর - ৭৪তম পর্ব

• Ever সম্পর্কিত শব্দার্থ-


✪ Ever- (এভার) - কখনো, সবসময়।


✪ Whatever- (হোয়াট এভার) - যা কিছু।


✪ Whoever- (হু এভার) - যেই হোক।


✪ Whenever- (হোয়েন এভার) - যখনই।


✪ However- (হাওএভার) - যা হোক।


✪ Whichever- (হুইচএভার) - যেটাই হোক।


✪ Forever- (ফরএভার) - চিরকাল।


✪ Wherever- (হুয়ারএভার) - যেখানেই হোক না কেন?