বাজারে পেঁয়াজের পথ ধরেই বেড়েছে বেগুনের দাম। আলুর দামটাও বসে নেই। এমনই এক অবস্থায় ঢাকার কারওয়ান বাজারের কোনো এক খুচরা সবজি বিক্রেতার দোকানে পাশাপাশি রাখা আলু, পেঁয়াজ আর বেগুনের মধ্যে কথোপকথন চলছিল এ রকম-
পেঁয়াজ - এই যে আলু ভাই আর বেগুন আপা, কেমন আছেন? রোদে বেশ চকচক করছেন দেখছি।
আলু - আমাকে ভাই আর বেগুনকে আপা বললেন কেন?
পেঁয়াজ - এটা বেশ গভীরের কথা। আপনার গোল মাথায় এসব ঢুকবে না। অবশ্য বিষয়টা নেতিবাচক।
আলু - শুনুন এত দিন গোল আলু বলে অনেক কটাক্ষ করেছেন। এবার বাজারে আমারও একটা স্ট্যাটাস তৈরি হয়েছে।
পেঁয়াজ - তা তো বুঝতেই পারছি। আর বেগুন আপা তো কথাই বলছে না। ভাব নিয়ে চুপ করে আছে।
বেগুন : সব কথাই শুনছিলাম। এত দিন তো মিডিয়ার সব ক্যামেরা, ফেসবুক আপনিই দখল করে রেখেছিলেন। দোকানদার পারলে মেকআপ করিয়ে আপনার ছবি তোলাচ্ছিলেন। আর আমরা চেয়ে চেয়ে দেখেছি। আমাদের পিপাসার্ত শরীরে পানি ছিটানোরও সময় হয়নি। রমজান এসে গেল আর আমাদের কী কদর!
আলু - হে হে হে ! এই ব্যাপারটা আমার মাথায় ঢুকছে। শুনেছি আরব দেশে নাকি রমজান মাসে দ্রব্যমূল্যে ৫০ % ছাড় ?
পেঁয়াজ - আর আমাদের দেশে...
বেগুন – ৫০% মার।
পেঁয়াজ - দেখুন, হাজার হলেও দেশি পেঁয়াজ আমি। দেশ নিয়ে কিছু বলল বড় কষ্ট পাই।
বেগুন ও আলু : দুঃখিত।