যুবরাজ হারিস আলী এবং মেঘনা খাতুনের বিয়ে হয়েছে সম্প্রতি। তো তাদের বিয়েতে ইচ্ছে থাকা সত্ত্বেও অনেকে উপস্থিত হতে পারেননি তারকাদের তারকা, মহাতারকা হিরো আলম। প্রিয় পাঠক, চলুন জেনে নিই কেন তিনি উপস্থিত হতে পারেননি।
হিরো আলম মিস্টার বিনের বড় ফ্যান। কিন্তু মিস্টার বিন এই বিয়েতে যেতে পারেননি। কারণ মিস্টার কথা কম বললেও এমন সব কাণ্ড ঘটান যাতে পুরো অনুষ্ঠানই পণ্ড হয়ে যেতে পারে। এই ভয়ে মিস্টার বিন ঘর থেকেই বের হননি। এজন্য তাঁর বিগ বিগ ফ্যান হিরো আলমও আর প্লেনের টিকিট কাটেননি।
তা ছাড়া ঈদের জন্য একাধিক কপিপেস্ট মিউজিক ভিডিওর শুটিং নিয়ে ব্যস্ত হিরো আলম। তবে গোপন সূত্রে জানা গেছে হিরো আলম না কি বিয়ের দাওয়াতই পাননি। এশিয়া থেকে প্রিয়াঙ্কা চোপড়া যদি যেতে পারে, হিরো আলম পারল না, এটা কোনো কথা হলো?