গাড়ি চালাতে ভালো লাগে?

পাঁচমিশালী কৌতুক May 19, 2018 1,714
গাড়ি চালাতে ভালো লাগে?

ট্যাক্সি ড্রাইভারের গাড়ি চালানো দেখে মুগ্ধ হয়ে শিমুল বলল-


শিমুল : বাহ! তুমি তো বেশ ভালো গাড়ি চালাতে পার। গাড়ি চালাতে কী তোমার খুব ভালো লাগে?


ড্রাইভার : হ্যাঁ, লাগে। সবচেয়ে বড় কথা, কখন কী করতে হবে, সেই হুকুম দেওয়ার মতো মাথার উপর বস থাকে না।


শিমুল : এবার ডানদিকে থামো।