✪ There is nothing wrong with you. - তোমাকে নিয়ে কোন সমস্যা নেই।
✪ There is nothing left to lose. - হারানোর কিছু বাকি নেই।
✪ There is nothing we can discuss about. - এমন কিছু নেই যেটা সম্বন্ধে আমরা আলোচনা করতে পারি।
✪ There is nothing he can play.- সে কিছুই খেলতে পারেনা।
✪ There is nothing we can wait for. - এমন কিছু নেই যার জন্য আমরা অপেক্ষা করতে পারি।
✪ There is nothing she can cook. - সে কিছুই রান্না করতে পারেনা।