যেসব মেয়েদের সঙ্গিনী হিসেবে দেখতে চায় পুরুষরা

লাইফ স্টাইল May 9, 2018 1,428
যেসব মেয়েদের সঙ্গিনী হিসেবে দেখতে চায় পুরুষরা

সব পুরুষদেরই আশা বা স্বপ্ন থাকে একজন ভাল সঙ্গিনী সঙ্গে জীবন অতিবাহিত করা। তবে মেয়েদের দেখলেই তো আর বোঝা যায় না কে কেমন! তাই যেসব যেসব মেয়েদের সঙ্গিনী হিসেবে দেখতে চায় পুরুষরা আসুন জেনে নেই।


১) যেসব মেয়েরা তাদের পোশাক নিয়ে খুব সচেতন থাকে। এমন কিছু পরে না যাতে করে বাহিরের কারো দেখে সেটা খারাপ লাগে।


২) প্রেমের ব্যাপার যেসব মেয়েরা নিয়ে খুব সিরিয়াস থাকে। তারা সচারচর প্রেমে জড়াতে চায় না, কিন্তু যদি কারো সঙ্গে প্রেমে জড়িয়ে যায়, তাহলে মন প্রাণ দিয়ে চেষ্টা করে তা টিকিয়ে রাখতে।


৩) যেসব মেয়েরা সবসময় বন্ধু, পরিবার এবং সঙ্গিনীকে আলাদাভাবে গুরুত্ব দেয়। একটির জন্য অপরটির উপর প্রভাব পড়ুক তা তারা চায় না। যার জন্য তাদের ঝামেলা পোহাতে হয় বেশি।


৪) যেসব মেয়েদের রাগ একটু বেশি। যার উপর রেগে যায় তাকে মুখের উপর সব বলে দেয়। মনে রকম রাগ, হিংসে লুকিয়ে রাখে না। এতে অনেকের কাছে ঝগড়াটে উপাধিও পেয়ে বসে


৫) যেসব মেয়েরা আড্ডা বাজিতে খুব একটা যেতে চায় না। যার জন্য তাদের বন্ধু/বান্ধব থেকে ভাব্বায়ালি/আনকালচার খেতাব পেতে হয়।


৬) যেসব মেয়েদের কবিতা লেখার প্রতি আগ্রহ বেশি।


৭) যেসব মেয়েরা সাধারণ ঘরকুনো স্বভাবের বেশি হয়।


৮)যেসব কাছে পরিবারের সম্মানটুকু সবার আগে। তারা পরিবারের সম্মানের বিরুদ্ধে কোনও কাজ কখনও করে না ।