রেজাল্টের খবর কী?

পাঁচমিশালী কৌতুক May 7, 2018 2,466
রেজাল্টের খবর কী?

বল্টুর মামা: কিরে! তোর রেজাল্টের খবর কী? এ প্লাস পেয়েছিস?


বল্টু: না মামা! এ প্লাস পাইনি।


বল্টুর মামা: তো এ মাইনাস?


বল্টু : না মামা, আমিতো ফেল করেছি।


বল্টুর মামা: আর এই কথা তুমি এমন হেসে হেসে খুশি হয়ে বলছিস? মানে কী?


বল্টু: পাশের বাসায় নুসরাতও ফেল করেছে তাই।


বল্টুর মামা: মানে কী? ঐ মেয়ের ফেলের সাথে তোর পাশ- ফেলের কী সম্পর্ক!


বল্টু: আছেতো! ওর বাবা বলেছিল যে, ও ফেল করলে ওকে রিকাসাওয়ালার সাথে বিয়ে দিবে।


বল্টুর মামা: আরে! ঐ রিকসাওয়ালার সাথে তোর কী সর্ম্পক!


বল্টু: (লাজুক ভাব) আর আমার বাবা বলেছিল যে, ফেল করলে আমাকে রিকসা কিনে দিবে। আমাকে রিকসা চালাতে হবে, তাই।