ধনী হতে চলেছেন বুঝবেন যেভাবে

লাইফ স্টাইল May 6, 2018 1,603
ধনী হতে চলেছেন বুঝবেন যেভাবে

প্রতিদিন চলতি পথে চাইতে না চাইতেও অনেক কিছু ঘটে যায়। যার কোনটি, কিসের ইঙ্গিত হয় তা হয়তো অনেকেরই অজানা। দৈনন্দিন জীবনে এমন কিছু ঘটে যায় যার কোনটা ভালো লক্ষণ আর কোনটি খারাপ লক্ষণ। আজ জানানোর চেষ্টা করবো আপনার খুশি হবেন এমন কিছু লক্ষণ।


টাকা পেলে মানুষের জীবনে অনেক আশা পূরণ হয়, খুশিতো বটেই। আপনি টাকা পয়সার মালিক হতে চলেছেন কিভাবে বুঝবেন। দেখে নিন যদি নিচের লক্ষণগুলো আপনার সাথে মিলে তাহলে বুঝবেন ধনী হতে চলেছেন।


১. ঘুম থেকে উঠেই নারকেল বা সাদা রাজহাঁস যদি দেখেন তাহলে বুঝবেন খুব শীঘ্রই হাতে টাকা আসতে চলেছে।


২. আপনার বাড়ির পাশের বাগানে এসে যদি গরু ঘাস খায়, তাকে তাড়াবেন না। এটি শুভ লক্ষণ।


৩. স্বপ্নে সাদা বা সোনালি সাপ দেখলে বুঝবেন অর্থাগমের সম্ভাবনা রয়েছে।


৪. বেড়াতে যাওয়ার সময়ে আপনার গাড়ির ডানদিকে যদি বাঁদর, সাপ বা অন্য কোনও পাখি দেখতে পান, তাহলে আপনি হয়তো খুব শীঘ্রই ধনী হয়ে উঠবেন।


৫. স্বপ্নে সবুজ মাঠ ও জলাশয় দেখলে আপনি হয়তো খুব তাড়াতাড়ি ধনী হতে চলেছেন।


৬. ঘুম থেকে উঠে যদি দই বা দুধজাতীয় কোনও খাবার দেখতে পান, তাহলে বুঝে নিন আপনার হাতে টাকা আসতে চলেছে।


৭. শাঁখের আওয়াজ, মন্দিরের ঘণ্টার শব্দ শুনে ঘুম থেকে ওঠা অর্থ-সৌভাগ্যের ইঙ্গিত দেয়।


৮. সকালে হাঁটতে বেরিয়ে যদি আখ দেখতে পান, তাহলে আপনি কারও থেকে টাকা পেতে চলেছেন।


৯. রাস্তায় হাঁটতে হাঁটতে পাখি যদি আপনার উপরে মলত্যাগ করেন, তাহলে টাকা পেতে চলেছেন আপনি।


১০. ভুল করে যদি উলটো পোশাক পরে ফেলেন, বুঝবেন আপনি নতুন উপহার পেতে চলেছেন।