বিয়ে করার সঠিক বয়স কত?

লাইফ স্টাইল April 23, 2018 2,323
বিয়ে করার সঠিক বয়স কত?

বিয়ে নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই আমাদের। বিয়ে একটি সামাজিক ও ধর্মীয় রীতি যা আমাদের সবারই পালন করতে হয়। এই বিয়ে করার সঠিক বয়স নিয়ে অনেকের অনেক রকম ভ্রান্ত ধারণা রয়েছে। আসলে কততে বিয়ে করলে আমরা ভালো থাকবো সেটা নিয়ে আমরা সবাই চিন্তা-ভাবনা করি।


উটাহ বিশ্ববিদ্যালয়ের গবেষক নিকোলাস এইচ উলফিঙ্গার জানাচ্ছেন, যারা ২৮ থেকে ৩২ বছর বয়সের মধ্যে বিয়ে করেন তাদের বিচ্ছেদের সম্ভাবনা সবচেয়ে কম। এই গবেষণার জন্য উলফিঙ্গার ন্যাশনাল সার্ভে অব ফ্যামিলি গ্রোথের ২০০৬-২০১০ ও ২০১১-২০১৩ পর্যন্ত তথ্য খতিয়ে দেখেন।


সেই আপসাইড-ডাউন বেলকার্ভ দেখে উলফিঙ্গার জানান,বয়ঃসন্ধি থেকে যত আমরা প্রাপ্তবয়স পেরিয়ে মধ্য কুড়ি ছাড়িয়ে যাই, বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা ততই কমতে থাকে। ত্রিশের কোঠায় যারা বিয়ে করেন তারা অনেক বেশি প্রাপ্তমনস্ক যেমন হন, তেমনই আর্থিক ভাবেও সফল হন।


এই সময় যোগ্য সঙ্গী খুঁজে পাওয়া এবং সঙ্গী নির্বাচন করাও অনেক সহজ হয়। আবার মধ্য তিরিশ পেরিয়ে যতই আমরা চল্লিশের কোঠায় পৌঁছই, ততই বাড়তে থাকে বিচ্ছেদের সম্ভাবনা।


৩২ বছর বয়সের পর বিয়ে করলে প্রতি বছরে বিচ্ছেদের সম্ভাবনা পাঁচ শতাংশ করে বেড়ে যায়। সুতরাং এই গবেষণা বিশ্লেষণ করলেই আমরা বিয়ের সঠিক বয়স সম্পর্কে একটা ভালো ধারণা পেতে পারি।