তোর চুলকানি আছে

পাঁচমিশালী কৌতুক April 10, 2018 2,520
তোর চুলকানি আছে

নিজের ভাগ্য জানতে মেরিনা গেল জ্যোতিষীর আস্তানায়-


মেরিনা : ক’দিন হলো ডানহাতটা খুব চুলকাচ্ছে। কিসের লক্ষণ বলুন তো?


জ্যোতিষী : হুম! কোটিপতির সাথে তোর বিয়ে হবে।


মেরিনা : বামহাতের তালুও চুলকায়।


জ্যোতিষী : বলিস কী? তোর তো বিদেশযাত্রা শুভ!


মেরিনা : আমার ডান পা-টাও কিন্তু একটু একটু চুলকাচ্ছে।


জ্যোতিষী : দূর হ বেটি, তোর চুলকানি আছে। জলদি ডাক্তার দেখা।