তোর বাবার কোলে বসবো?

পাঁচমিশালী কৌতুক April 10, 2018 2,378
তোর বাবার কোলে বসবো?

ছোট্ট পিল্টু খুব বুদ্ধিমান, নারীদের সম্মান করতে পিছপা হয় না। একদিন বাসে এক মহিলা দাঁড়িয়ে ছিল! তো পিল্টু বলে উঠল-


পিল্টু : আন্টি আমি উঠে যাই, আপনি আমার জায়গায় বসে যান।


এ কথা বলার সঙ্গে সঙ্গে মহিলা বল্টুকে ধমক দিয়ে এক চড় দিলো! পিল্টু বলল-


পিল্টু : আন্টি, চড় মারলেন কেন?


মহিলা : আমি কি তোর বাবার কোলে বসবো?