একদল ডাকাত ব্যাংক ডাকাতি করা শেষে তারা দেখলো তাদের একজনের কালো মুখোশ খুলে গিয়েছে।তাদের ধারণা হলো তাদেরকে লোকে চিনে ফেলেছে। এই ডাকাতির সময় সেখানে ছিল পল্টু আর বল্টু।
ডাকাতদের একজন খপ করে একজন ধরে বলল. . .
ডাকাত : এই, তুই আমাদের ডাকাতি করতে দেখছিস?
লোকটি : হা, আমি তোমাদের ডাকাতি করতে দেখছি।
এ কথা শুনে ডাকাতদল দিল তাকে গুলি করে।
ডাকাতদের আরেকজন ধরলো ব্যাংকের গার্ডকে. . .
ডাকাত : এই, তুই কী আমাদের ডাকাতি করতে দেখছিস?
গার্ড : দেখবো না মানে! আমার বন্দুক কেড়ে নিয়ে তোমরাই আমাকে আহত করে এই ডাকাতি করছো।
এ কথা শুনে ডাকাতদল দিল গার্ডকেও গুলি করে।
এবার বল্টুকে ধরলো ডাকাত
ডাকাত : এই, তুই কিছু দেখছোস?
বল্টু : (কিছুক্ষণ চিন্তা করে) না ভাই, আমি কিছু দেখি নাই। তবে...
ডাকাত : তবে কী?
বল্টু : আমার বউ দেখেছে!