এক লোক স্টেশন মাস্টারকে বলছেন-
লোক : ভাই, সিলেটের ট্রেনটা কখন ছাড়বে?
মাস্টার : সাড়ে আটটায়।
লোক : আর চট্টগ্রামেরটা?
মাস্টার : এগারোটায়।
লোক : তাহলে ব্রাহ্মণবাড়িয়ার ট্রেনটা যাবে কখন?
মাস্টার : আরে, এতো ট্রেনের খবর নিচ্ছেন, আপনি যাবেন কোথায়?
লোক : না, মানে আমি রেললাইনটা পার হয়ে ওপাশের প্ল্যাটফর্মে যাবো তো।