মন্টুর ১০ লাখ টাকা হারিয়ে গেছে। তাই সে বিছানায় চিৎপটাং। মন্টু তখন ছেলেকে বলছে-
মন্টু : আমাকে এক গ্লাস পানি দে ভাই।
স্ত্রী : এসব তুমি কী বলছো? তোমার ছেলেকে তুমি ভাই বলছো।
মন্টু : এত টাকা হারিয়ে গেলে এমনই হয় মা!
মেয়ে : বাবা, তোমার মাথা ঠিক আছে তো। তুমি এসব কী বলছো?
মন্টু : তুমি কে বোন?