একশ’ টাকার নোটে তিনটা শূন্য

পাঁচমিশালী কৌতুক March 30, 2018 3,190
একশ’ টাকার নোটে তিনটা শূন্য

দুই ফকিরের কথোপকথন. . .


১ম ফকির : আইজকা মতিঝিলে একখান একশ’ টাকার নোট কুড়ায়ে পাইছিলাম!


২য় ফকির : কস কি? তোর তো দেখি বিরাট ভাইগ্য!


১ম ফকির : আরে না, নোট খান জাল আছিলো। তাই ফালাইয়া দিছি!


২য় ফকির : জাল আছিলো ক্যামনে বুঝলি?


১ম ফকির : তুই কোনোদিন একশ’ টাকার নোটে একের পর তিনটা শূন্য দেখছোস?