আমেরিকার মাটিতে পা রেখেছিলাম

পাঁচমিশালী কৌতুক March 30, 2018 2,178
আমেরিকার মাটিতে পা রেখেছিলাম

পল্টুর মামা আমেরিকা যাওয়ার সময় পল্টুকে জিজ্ঞাসা করলো. . .


মামা : ভাগ্নে, আমেরিকা থেকে তোর জন্য কী আনবো?


পল্টু : একমুঠো মাটি।


মামা : কী? সবাই মামার কাছে মোবাইল, ঘড়ি, ল্যাপটপ চায়। আর তুই চাস মাটি?


পল্টু : হুম, আমার জন্য মাটিই আনবে। আমি অন্য কিছু চাই না।


মামা : কেন?


পল্টু : কারণ তোমার দেওয়া একমুঠো মাটিতে পা রেখে বলবো, ‘আমিও একদিন আমেরিকার মাটিতে পা রেখেছিলাম।’