স্বার্থহীন সঙ্গী চেনার উপায়

লাইফ স্টাইল March 28, 2018 1,766
স্বার্থহীন সঙ্গী চেনার উপায়

‘নিঃস্বার্থ ভালোবাসা’- বাংলা সিনেমায় হতে পারে। কিন্তু বাস্তবেও কি সম্ভব?


কোনো সম্পর্কই স্বার্থহীন নয়। তারপরও আমরা এমন একজন সঙ্গী চাই যে কিনা সব কিছুর পরেও ভালোবাসবে। সঙ্গী যদি পেয়েও যান, তাহলে কীভাবে বুঝবেন সে স্বার্থপর নয়?


সম্পর্কবিষয়ক ওয়েবসাইটে এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে সঙ্গী আসলেই আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে কিনা সেগুলো বোঝার কয়েকটি পন্থা এখানে দেওয়া হল।


* রোমান্টিক বা কমেডি সিনেমা দেখার জন্য সঙ্গীকে জোর করতে পারেন না, কিন্তু একবার তাকে জিজ্ঞেস করে দেখতে পারেন সে আগ্রহী কিনা। নিঃস্বার্থ ভালবাসা থাকলে আপনি বলার সঙ্গে সঙ্গেই সে রাজি হয়ে যাবে।


* সে সত্যিকার অর্থেই আপনার জন্য গর্ববোধ করে। সকালের নাস্তা বানানো অথবা অফিসের কাজের জন্য যে কাজই হোক আপনার কোনো কাজকেই ছোট করে দেখে না।


* হয়ত, সে আপনাকে অবাক করার জন্য উপহার না দিয়ে বরং আপনার রান্নায় সাহায্য করে অথবা মিষ্টি গিটার বাজিয়ে আপনার প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারে এবং এটা করার জন্য তার কোনো নির্দিষ্ট কারণের প্রয়োজন হয় না।


* আপনাকে কখনও যাচাই করে না। গোটা একটা পিৎজা খেতে চাইলে সে নির্দ্বিধায় আপনার সঙ্গে একমত হয়ে যায়।


* বাইরের কাজ সে বাড়িতে করে না। ফলে আপনাকে যথেষ্ট সময় দিতে পারে।


* বন্ধু ও আত্মীয়দের কাছ থেকে শুনতে পান, আপনি না থাকলেও সে আপনার প্রশংসা করে।


* সে আপনার পরিবার ও বন্ধুদের সত্যিকারভাবেই পছন্দ করে।


* আপনার একঘেয়ে কৌতুকও সে বেশ আগ্রহ নিয়ে শোনে।


* আপনার সঙ্গে থাকার সময় সে কোনো রকমের বাধা বা প্রবঞ্চনার আশ্রয় নেয় না, সে সম্পূর্ণ তার নিজের মতোই থাকে।


* অনেকদিন থাকার পরও সে আপনার জন্য নানান রোমান্টিক কাজ করে। যেমন- দরজা ধরে দাঁড়ানো, আপনার বাজারের ব্যাগ বহন করা ইত্যাদি।