একাই উড়তে পারে ট্যাক্সি!

নতুন প্রযুক্তি March 15, 2018 3,739
একাই উড়তে পারে ট্যাক্সি!

যুগান্ প্রতিষ্ঠাতা ল্যারি পেজ’র অর্থায়ন পায় এমন একটি কোম্পানি একাই উড়ে যেতে পারে এমন একটি এয়ার ট্যাক্সি চালু করার ঘোষণা দিয়েছে। নিউজিল্যান্ডে তৈরি এ বিদ্যুৎচালিত এয়ার ট্যাক্সি ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে উড়ে যেতে পারে।


কিটি হক কোম্পানি বলছে, তাদের এ বিমান সেল্ফফ্লাইং সফটওয়্যার ব্যবহার করে। তবে প্রয়োজনে মানুষও এর নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারে। বিমানের ব্যাটারি একবার চার্জ দেয়া হলে এটি ১০০ কিলোমিটার দূরত্বে একাই উড়ে যেতে পারবে।


ভবিষ্যতে এয়ার ট্যাক্সি হিসেবে এ ধরনের বিমান ব্যবহার করা যেতে পারে বলে কিটি হকের কর্মকর্তারা মনে করছেন। এ ধরনের বিমানকে বলা হয় ইভিটিওএল, অর্থাৎ ইলেকট্রিক ভার্টিকাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং।


অ্যারোপ্লেন হলেও এটি হেলিকপ্টারের মতো মাটি থেকে সোজা আকাশে উঠতে পারে এবং হেলিকপ্টারের মতোই মাটিতে নেমে আসতে পারে। এ বিষয়ে একজন বিশেষজ্ঞ জানিয়েছেন, ইভিটিওএল নিয়ে অনেকগুলো কোম্পানি এখন গোপনে গবেষণা চালাচ্ছে।


তবে কিটি হকের কোরা মডেল বিমানের নকশাটিই সবচেয়ে ইন্টারেস্টিং বলে মনে করছেন ইউনিভার্সিটি অব ওয়েস্ট অব ইংল্যান্ডের বিজ্ঞানীরা।